Monday, March 14, 2016

Rajshahi social Forest centre


রাজশাহী সামাজিক বন বিভাগ:


রাজশাহী সামাজিক বন বিভাগ রাজশাহী, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ ও নাটোর জেলা নিয়ে গঠিতএ বন বিভাগের আওতায় ০৮টি সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র বা এসএফএনটিসি, ০২টি রেঞ্জ ও ২৩টি উপজেলা নার্সারী কেন্দ্র বা এসএফপিসি রয়েছে১৯৬১ সনে সামাজিক বনায়ন কার্যক্রমের সুচনালগ্নে জনসাধারনের মাঝে বিনামূল্যে চারা বিতরনের লক্ষে আঞ্চলিক পর্যায়ে নার্সারী স্থাপনের মাধ্যমে এ বন বিভাগের যাত্রা শুরু হয়পরবর্তীতে কমিউনিটি ফরেষ্ট্রী সেক্টর প্রকল্প চালু হলে আশির দশকে এ অঞ্চলে বৃক্ষরোপণ,নার্সারীতে চারা উত্তোলন,

সাধারণ তথ্য

রাজশাহী সামাজিক বন বিভাগ রাজশাহী, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ ও নাটোর জেলা নিয়ে গঠিতএ বন বিভাগের আওতায় ০৮টি সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্র বা এসএফএনটিসি, ০২টি রেঞ্জ ও ২৩টি উপজেলা নার্সারী কেন্দ্র বা এসএফপিসি রয়েছে১৯৬১ সনে সামাজিক বনায়ন কার্যক্রমের সুচনালগ্নে জনসাধারনের মাঝে বিনামূল্যে চারা বিতরনের লক্ষে আঞ্চলিক পর্যায়ে নার্সারী স্থাপনের মাধ্যমে এ বন বিভাগের যাত্রা শুরু হয়পরবর্তীতে কমিউনিটি ফরেষ্ট্রী সেক্টর প্রকল্প চালু হলে আশির দশকে এ অঞ্চলে বৃক্ষরোপণ,নার্সারীতে চারা উত্তোলনপ্রশিক্ষণ  সম্প্রসারণ কার্যক্রম বহুমাত্রিক রূপ লাভ করেবর্তমানে এ প্রক্রিয়া অব্যাহত আছেঅধিকন্তু জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহনে সামাজিক বনায়ন কার্যক্রম এখন প্রতিষ্ঠানিক রূপ লাভ করেছে

No comments:

Post a Comment